মায়ের গান


 মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।।
আমি দুনিয়া ছাড়ি যেতে পারি
তোকে আমি ছাড়বো না
ওমা তোকে আমি ছাড়বো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।
জন্ম নিলাম তোবই কোলে
স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে
মা…………গো………… মা
জন্ম নিলাম তোবই কোলে
স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে
তোকে কাছে পেলে যাই যে ভুলে
মনের যত যন্ত্রনা
আমার মনের যত যন্ত্রনা
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা
পারবি না তুই ফাঁকি দিতে
যেখানে যাস হবে আমায় সংগে নিতে
মা…………গো………… মা
পারবি না তুই ফাঁকি দিতে
যেখানে যাস হবে আমায় সংগে নিতে
আমি তোর পাশে ঠাই যদি পাই
মরনেরে ভয় করবো না।
আমি মরনে ভয় করবো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।।
আমি দুনিয়া ছাড়ি যেতে পারি
তোকে আমি ছাড়বো না
ওমা তোকে আমি ছাড়বো না
মাগো মা ওগো মা
আমারে বানাইলি তুই দিওয়ানা।
====================================================
 পৃথিবির একপাশে মাকে রেখে
অন্যপাশেও মাকে রাখি
পৃথিবির সব কথা ভুলে গিয়ে
ব্যকুল প্রাণে মাকে ডাকি।
জীবনের সব খানে সব গানে
মাকে ছাড়া জীবনের নেই মানে।
মা হীন এলোমেলো হৃদয়ে
আর কোন ঠিকানা কেউ কি জানে।
মায়েরি মুখদেখে দু:খ ভুলি
মায়েরি আচলে জীবন বুঝি।
যখনি দুরে যাই আড়ালে থাকি
নীরবে চোখমেলে মাকে খুঁজি।
মায়েরি পায়েতে স্বর্গ আছে।
স্বর্গ খঁজিনা তাই অন্যখানে।
মায়েরি কারনে বাঁচতে শিখা।
দুচখে মা তুমি জগৎ জানে।
===========================================

মায়ের একধার দুধের দাম,কাটিয়া গায়ের চাম,
পাপোষ বানাইলে ঋণের শোধ হবে না,
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মাআগো৷
পিতা আনন্দে মাতিয়া,
সাগরে ফেলিয়াআআআ,
সেই যে চইলা গেলো,
ফিরা আইলো নাআআআ৷
মায়ে ধরিয়া জটরে,
কত কষট করেএএএএ,
দশ মাস দশদিন পরে গেলো বেদনা,
এমন দরদি ভবে কেউ হবে না আমার মাআগো
কি বলব প্রসবের বেথা,
মা বিনে সেই বেথা,
কেউ তো বুঝল না মাআগো ও ও ও৷
মায়ে হেকিয়া সন্তানের দায়,
অকালে মা প্রান হারায়,
কেনো সে মায়ের ভক্তি রাখোনা৷
এমন দরদি ভবে কেউ হবে না আমার মাআগো৷
মায়ের একধার দুধের দাম,
কাটিয়া গায়ের চাম,
পাপোষ বানাইলে ঋনের শোধ হবে না,এমন দরদি ভবে কেউ হবে না আমার মাআগোওওওওও৷
===============================================
 এমন একটা মা দেনা।
যে মায়ের সন্তানেরা
কান্দে আবার হাসতে জানে।।
মা তুই থাকলে কত ভাল লাগে
সারা জীবন কোন কিছু আর লাগে না।
এমন মা হবি তুই
যে মায়ের সন্তানেরা
কান্দে আবার হাসতে জানে।
সূর্য ডুবে গেলে রাত নেমে আসে
আমার জীবন তুই থাকলে কিছু হবে না।
এমন মা হবি তুই
যে মায়ের সন্তানেরা
কান্দে আবার হাসতে জানে।।
===========================================


No comments:

Post a Comment